অনলাইন ডেস্ক :
শূন্য দশকের জনপ্রিয় সংগীত তারকার বালাম। অনেকটা নিভৃতেই থেকেছেন। এমনকি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও নেই তেমন একটা উপস্থিতি। অন্যদিকে, বাবার মতোই সংগীতাঙ্গনে এসেছে পুত্র ফাবিয়ান জাহাঙ্গীর। জানুয়ারির শেষ সপ্তাহে ইউটিউবে প্রকাশ করেছেন তার প্রথম কাভার সং। যেখানে সে বাজিয়েছে বিশ্ব বিখ্যাত ব্যান্ড ‘ডিপ পার্পল’র জনপ্রিয় গান ‘স্মোক অন দ্য ওয়াটার’। এরপর পর পর গেয়েছে আরও দুটি গান। তা নিয়ে ইউটিউবে তুমুল প্রশংসা পাচ্ছে ফাবিয়ান। বাবার দেখানো পথে ফাবিয়ান গানে এসেছে যেমন ঠিক, তেমনি ছেলের মতোই ইউটিউবে অফিশিয়ালি হাজির হচ্ছেন বালাম। চালু করেছেন অফিশিয়াল চ্যানেল। গত ৩ মার্চ তার পুরনো গান ‘একমুঠো রোদ্দুর’র অংশ বিশেষ দিয়ে যাত্রা শুরু করে ‘বালাম অফিশিয়াল’ নামের চ্যানেলটি। আর এটির প্রচারণায় দেখা গেছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদকেও। শনিবার একই দিনে দুইবার নিজের ভেরিফায়েড পেজে হাবিব নতুন চ্যানেলটি নিয়ে লিখেছেন। বালাম ভক্তদের সাবস্ক্রাইবও করতে বলেছেন তিনি। অন্যদিকে, জানা যায়, বালাম পুত্র ফাবিয়ানের বয়স মাত্র ১১। পড়েছে ইংলিশ মিডিয়ামে। নিজের আগ্রহতেই এসেছে গানে। নিজের নামে খোলা চ্যানেল ‘ফাবিয়ান জাহাঙ্গীর অফিসিয়াল’ প্রসঙ্গে সে বললো, ‘‘মাত্র তিন মাস আগে আমি গিটার বাজানো শেখা শুরু করি। ইউটিউব দেখে দেখে এই সময়টাতেই শিখে ফেলি। শুরুতেই আমার পছন্দের ব্যান্ড ‘ডিপ পার্পল’-এর এই গানটি বাজিয়েছি। ভবিষ্যতে আমি জাস্টিন বিবারের মতো ভালো মিউজিক করতে চাই।” বালাম জানান, এরইমধ্যে কি-বোর্ড বাজানোও শিখে ফেলেছে ফাবিয়ান। আরও কিছু যন্ত্রের প্রতিও তার আগ্রহ আছে। একমাত্র সন্তানের জন্য সবাই কাছে দোয়া চেয়েছেন এই সংগীতশিল্পী।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!