January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 6th, 2022, 7:05 pm

হিন্দিতে ভারতে মুক্তি পাবে ফারিয়ার ছবি

অনলাইন ডেস্ক :

১৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ- টানা তিন সপ্তাহ চলেছে নুসরাত ফারিয়া ও কলকাতার নায়ক যশ দাশগুপ্তের নতুন ছবি ‘রকস্টার’র শুটিং। শনিবার বন্ধ হয়েছে ক্যামেরা। এদিনই জানা গেল, শুধু বাংলায় নয়, হিন্দিতেও মুক্তি পাবে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই। বললেন, ‘টানা কাজটা শেষ করেছি। আনন্দ লাগছে। প্রায় তিন সপ্তাহ পর রোববার (৬ মার্চ) ঢাকায় ফিরছি। এটাও বড় আনন্দ। আর আরেকটা খবর হলো, ছবিটি হিন্দি সংস্করণে ভারতে মুক্তি পাবে।’ বিষয়টিতে সম্মতি জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টান্যাশনাল।
এদিকে ছবির শুটিংয়ের শেষ দিন পরিচালক অংশুমান প্রত্যুষ করলেন কাহিনি ফাঁস। জানালেন, এটি প্রেম বা গানের নয়, প্রতিশোধের গল্প। যেখানে জনপ্রিয় রকস্টারের ভূমিকায় থাকবেন যশ। আর তার ভক্ত ফারিয়া। তাদের প্রেম-ভালোলাগার মধ্যেই চলে আসবে প্রতিশোধের গল্প। অংশুমান প্রত্যুষ কলকাতার একটি গণমাধ্যমকে বলেন, ‘ভক্ত ও রকস্টারের গল্প এটি। কীভাবে দুজনের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, সেটিই দেখানো হবে। এখানে আছে প্রতিশোধের গল্প।’ উল্লেখ্য, নায়িকা নুসরাত ফারিয়ার অভিষেক হয়েছিল ২০১৫ সালের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। যেখানে তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। এরপর কলকাতার ‘বিবাহ অভিযান’ ও ‘বিবাহ অভিযান-২’-এ কাজ করেন তিনি। কয়েক বছরের বিরতি দিয়ে তিনি আবারও টলিউডের ক্যামেরার সামনে দাঁড়ালেন। ঢাকাই পর্দায় ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে।