সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে সোমবার জানিয়েছেন তার ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।
হাসপাতালে ভাইকে দেখে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেন, ‘মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা আজকে কিছুটা ভালো। দেশে বিদেশে সকলের কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই।’
এর আগে রবিবার ড. মোমেন জানান, তার ভাইয়ের ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও তার বড় কোনো রোগ নেই। কিন্তু তিনি খুবই দুর্বল। তার খাওয়ার রুচি নেই। তিনি অনেক দিন খান না। ফলস্বরূপ, তার ওজন মারাত্মকভাবে কমে গেছে এবং সম্প্রতি তাকে আবার হাসপাতালে নেয়া হয়েছে।
সাবেক এই অর্থমন্ত্রীর বয়স ৮৮ বছর, তিনি মুখে খাবার খেতে না পারায় সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এর আগে, তিনি ২০২১ সালের জুলাই মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
চিকিৎসা না পেলে আবার জুলাই হবে: পঙ্গু হাসপাতালে আহতদের হুঁশিয়ারি
উত্তাল হতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত
‘মব’ তৈরি করে মারধর, চট্টগ্রামে বৈষম্যবিরোধী নেতার পদ স্থগিত