January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 7th, 2022, 8:06 pm

ইংল্যান্ডের ১২ জনের দলে নেই রবিনসন

অনলাইন ডেস্ক :

সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। অ্যান্টিগায় মঙ্গলবার মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এ টেস্টের একাদশ থেকে ছিটকে গেলেন ওলে রবিনসন। চোটের কারণে ম্যাচটিতে নেই এই ইংলিশ সিমার। সোমবার (৭ মার্চ) টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অ্যাশেজ হারের পর ঘুরের দাঁড়ানোর সিরিজে ক্যারিবীয়দের মুখোমুখি হবে ইংলিশরা। মূলত ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পিঠে চোট পান রবিনসন। ওই ম্যাচের শেষ দিন বলই করতে পারেননি তিনি। এরপর অনুশীলনেও নামতে পারেননি। এবার ছিটকে গেলেন ম্যাচ থেকেও। রবিনসনকে না পাওয়া নিয়ে দলের অলরাউন্ডার ক্রিস ওকস বলেন, ‘ওলি একজন প্রতিভাবান বোলার। স্বাভাবিকভাবে তাকে অনেক মিস করব আমরা।’ রবিনসন ছাড়াও বাদ পড়েছেন ররি বার্নস ও হাসিব হামিদ। জ্যাক ক্রলির সঙ্গে কাল ওপেনিং দিয়ে অভিষেক হতে পারে অ্যালেক্স লিসের। এ ছাড়া সাকিব মাহমুদও জায়গা করে নিয়েছেন এ দলে। সোমবার (৭ মার্চ) ১২ জনের দল দিয়েছে ইসিবি, আগামীকাল টসের সময় ঘোষণা হবে একাদশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৮টায়। ইংল্যান্ডের ১২ জনের দল : জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, বেন ফোকস (উইকেটকিপার), ড্যান লরেন্স, জ্যাক লিচ, অ্যালেক্স লিস, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।