ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে সভাপতি ও বনিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদকে সাধারণ সম্পাদক করে সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন নিউ এইজ সম্পাদক নূরুল কবির ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে রবিবার ডেইলি স্টার ভবনে এক সভায় এই কমিটি গঠন করা হয় বলে পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমিটিতে ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহানকে সহ-সাধারণ সম্পাদক এবং মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
এছাড়া কমিটির নতুন পাঁচ সদস্য হলেন- ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
সভায় আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমানকে নতুন সদস্য এবং সমকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফিজ শফিকে সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয়া হয়।
নতুন কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করেছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
—ইউএনবি
আরও পড়ুন
এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন
মহীয়সী মাজেদা বেগমের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ
হত্যাচেষ্টা মামলায় পলক ৪ দিনের রিমান্ডে