রাজধানীর শ্যামলী এলাকায় মঙ্গলবার একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ভোর সাড়ে ৫টার দিকে গোল্ড স্টার নামের ওই ভবনে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মোঃ শাহজাহান শিকদার জানান, এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, মেঝেতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং এতে ২০ লাখ টাকার যন্ত্রপাতি ও উপকরণ পুড়ে গেছে।
—ইউএনবি
আরও পড়ুন
অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু: শেখ বশিরউদ্দীন
ন্যায্য অধিকার দাবীতে বাঘাবাড়ি মিল্কভিটা সমবায় সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
পাইকগাছার ৪০ টি প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত