জেলা প্রতিনিধি :
খুলনায় সরকারি ও বেসরকারি তিনটি হাসপাতালে রোববার (২৭ জুন) সকাল ৮ টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় করোনায় ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১২ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়।
খুলনার ১৩০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালের রেড জোনে ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।
এরমধ্যে রেড জোনে ৯৬ জন, আইসিইউতে রয়েছেন ১৯ জন, এইচডিইউতে ২০ এবং ইয়ালো জোনে ২৫ জন ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
আরও পড়ুন
সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
বেরোবিতে ঈদের দিন উপাচার্যের আয়োজনে শিক্ষার্থীদের বিশেষ খাবার প্রদান
রংপুরের বিনোদন কেন্দ্রেগুলোতে উপচে পড়া ভিড়