অনলাইন ডেস্ক :
বছর শুরুতেই একসঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হন ওপার বাংলার অভিনেতা দেব ও তার প্রেমিকা-অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দু’জনই ভাইরাসটি মুক্ত হয়ে বেড়িয়ে পড়লেন ভিনদেশে। সম্প্রতি মালদ্বীপে পাড়ি দিয়েছেন দেব ও রুক্মিণী। তবে এবার সঙ্গে আছেন রুক্মিণীর মাও। হবু শাশুড়ির ৬০তম জন্মদিন উদযাপন করতেই তাকে নিয়ে এই ভ্রমণ দেবের। গত কয়েকদিন ধরেই একটি-দুটি করে ছবি পোস্ট করে চলেছেন এই প্রেমিক যুগল। তবে ছবি একসঙ্গে নয়, শেয়ার করছেন আলাদা আলাদা। এর আগে ২০২১ সালেও মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন দেব-রুক্মিণী। সে সময়েও আলাদা ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছিলেন একসঙ্গে রয়েছেন তারা। প্রথম দিকে নিজেদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’র নাম দিলেও এখন তাদের সম্পর্কের বিষয়টি একেবারেই স্পষ্ট। দেবের সঙ্গে জুটি বেঁধেই বড় পর্দায় অভিষেক ঘটে রুক্মিণীর। একসঙ্গে তারা অভিনয় করেন ‘চ্যাম্প’, ‘ককপিট’, ‘কবীর’সহ বেশকিছু সিনেমা। রাহুল মুখোপাধ্যায়ের প্রথম সিনেমা ‘কিশমিশ’-এও অভিনয় করেছেন তারা। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত