January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 8th, 2022, 7:30 pm

এবার স্থগিত হলো স্কটল্যান্ড ও ইউক্রেনের ম্যাচ

অনলাইন ডেস্ক :

ইউক্রেন-রাশিয়ার দ্বন্দ্বের প্রভাব ভালোভাবেই পড়েছে ফুটবল বিশ্বে। গত কিছুদিন ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর যুদ্ধ চলছে। দুই দেশের এমন উত্তেজনা যে সহজেই থামছে না, তা বোঝাই যাচ্ছে। ইউক্রেনে আক্রমণের ফলে রাশিয়ার জাতীয় ফুটবল দল এবং ক্লাবগুলোকে নিষিদ্ধ করেছে ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। রাশিয়ার মাঠ থেকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচও সরিয়ে নেওয়া হয়েছে। এবার ইউক্রেনের ফুটবলেও প্রভাব পড়ল। যুদ্ধের কারণে কাতার বিশ্বকাপ বাছাই পর্বে স্কটল্যান্ড ও ইউক্রেনের মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়েছে। ব্রিটিশ সংবামাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, ইউক্রেনের ফুটবল কর্তৃপক্ষের অনুরোধে ২৪শে মার্চ থেকে সরিয়ে জুনে নিয়ে গেছে ফিফা। এই ম্যাচটিতে জয়ী দল অস্ট্রেলিয়া বা ওয়েলসের মুখোমুখি হবে। সেখানে বিজয়ী দল নভেম্বরে কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে। বিবিসি বলছে, ২৪শে ফেব্রুয়ারি রাশিয়ার হামলার শিকার হওয়ার পর ইউক্রেনের অভ্যন্তরীণ খেলাধুলা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে আন্তর্জাতিক সব খেলাধুলার ইভেন্ট থেকে রাশিয়াকে স্থগিত করা হয়েছে। ফলে তারা বাছাইপর্বের খেলায় পোল্যান্ডের বিপক্ষে খেলতে পারবে না। আগামী ২৪ মার্চ মস্কোতে রাশিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলার কথা ছিল পোল্যান্ডের। এই ম্যাচ এখন খেলবে না পোল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এর মধ্যে যুদ্ধবিরতিসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে রাশিয়া ও ইউক্রেন তিন দফায় বৈঠকে বসলেও কোনো সমাধানে আসতে পারেনি দুই দেশ। এদিকে, আজ রুশ আগ্রাসনের ১৩তম দিনেও রুশ বাহিনী ইউক্রেনে হামলা জোরদার করেছে। তবে, জোর প্রতিরোধ গড়ে তুলছে ইউক্রেনীয়রাও।