অনলাইন ডেস্ক :
কিছুদিন ভারপ্রাপ্ত হয়েই জিম্বাবুয়ে দলের দায়িত্ব পালন করছিলেন ক্রেইগ আরভিন। এবার পেলেন আনুষ্ঠানিক অধিনায়কত্ব। সাদা বলের ক্রিকেটে জিম্বাবুয়ে দলের পূর্ণকালীন দায়িত্ব দেওয়া হয়েছে আরভিনকে। তার সঙ্গে টেস্ট দলের অধিনায়ক হিসেবে রেখে দেওয়া হয়েছে শন উইলিয়ামসকে। গত আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের সীমিত ওভারের সিরিজে এবং এই বছর শ্রীলঙ্কার বিপক্ষে অন্তর্বর্তী সময়ের জন্যই আরভিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অধিনায়ক নিয়ে নতুন ঘোষণায় দলটির সব ফরম্যাটে ভাইস ক্যাপ্টেন থাকবেন রেজিস চাকাভা। সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারও ফিরেছেন কোচিং প্যানেলে। যেখানে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন তিনি। প্যানেলে হেড কোচ হিসেবে রেখে দেওয়া হয়েছে লালচাঁদ রাজপুতকে। ক্লুজনার একই ভূমিকায় ২০১৬, ২০১৮ সালেও দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে হেড কোচ হিসেবে যোগ দেন আফগানিস্তান দলে। ২০২১ সালে বোর্ডের সঙ্গে সমঝোতার পর এই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সর্বশেষ সাবেক প্রোটিয়া তারকা দায়িত্ব পালন করেছেন বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে। কোচিং স্টাফ সাজানোর প্রক্রিয়ায় বোলিং কোচ নিয়োগ দেওয়ার কথা জিম্বাবুয়ের। নিয়োগ দেওয়া হবে ফিটনেস ট্রেইনারও।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল