March 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 27th, 2021, 1:17 pm

এবার সিঙ্গেল মাদার চরিত্রে আনুশকা শেঠি!

অনলাইন ডেস্ক :

ভারতের তামিল ও তেলেগু সিনেমার অভিনেত্রী আনুশকা শেঠি। পর্দায় নানা চরিত্রে হাজির হয়েছেন। জনপ্রিয় এই অভিনেত্রীকে এবার সিঙ্গেল মাদার চরিত্রে দেখা যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি আনুশকা একটি নারী কেন্দ্রিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তাকে যমজ সন্তানের সিঙ্গেল মাদার চরিত্রে দেখা যাবে। সিনেমাটির গল্পে, বিয়ের মাত্র চারদিনের মাথায় আনুশকার স্বামী মারা যান। পরবর্তী সময়ে আনুশকা জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। এরপর নানা প্রতিকূলতার মধ্যে যেতে হয় তাকে।

নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন একজন জনপ্রিয় তামিল পরিচালক। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

২০০৯ সালে ‘সুপার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন আনুশকা শেঠি। এর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘অরুন্ধুতি’, ‘বিল্লা’, ‘মির্চি’, ‘ভেট্টিকারান’, ‘ভেদাম’, ‘দেইভাথিরুমাগাল’, ‘ভানাম’, ‘থাডাভাম’, ‘ধামারুকাম’, ‘রুদ্রমাদেবী’, ‘বাহুবলি’, ‘ভাগমতি’ ইত্যাদি। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার জিতেছেন আনুশকা।

আনুশকা শেঠি অভিনীত সর্বশেষ সিনেমা ‘নিঃশব্দম’। এতে আরো অভিনয় করেছেন— আর মাধবন, অঞ্জলি, শালিনী পান্ডে, হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন প্রমুখ।