রাজধানীর মতিঝিলের ‘মডার্ন ম্যানশন’ নামের ১৫ তলা ভবনের পাঁচটি পিলারে ফাটল দেখা দেয়ায়, ভবনটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক (গণমাধ্যম শাখা) শাহজাহান সিকদার বলেন, বুধবার পরিদর্শন শেষে কর্তৃপক্ষ এটিকে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ ঘোষণা করে একটি সাইনবোর্ড লাগিয়েছে।
তিনি আরও জানান, ভবনের দ্বিতীয় তলায় তিনটি ও তৃতীয় তলায় দুটি পিলারে ফাটল দেখা দিয়েছে।
রবিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল ভবনটি পরিদর্শন করে। তাৎক্ষণিকভাবে ভবনটি খালি করা হয়।
প্রাচীন এই ভবনটি ১৯৬২ সালে নির্মাণের অনুমোদন পায়।
—ইউএনবি

আরও পড়ুন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
ক্যারিবীয় সাগরে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র
ট্রাম্পকে উল্টো হুঁশিয়ারি খামেনির, ইরানে বিক্ষোভে চরম উত্তেজনা