জেলা প্রতিনিধি, শরীয়তপুর :
পুলিশ জনতা, জনতাই পুলিশ এ প্রতিপাদ্য সামনে রেখে ডামুড্যা থানার উদ্যোগে উপজেলার মাদক নির্মুল করার লক্ষ্যে ওপেন হাউস ডে আয়োজন করা হয়েছে। ৯ই মার্চ সকাল ১১ ঘটিকায় ডামুড্যা থানার হল রুমে সমাজের সকল শ্রেণির মধ্যে মাদক নির্মুল করতে চান ডামুড্যা থানার পুলিশ প্রশাসন। ওসি বলেন ডামুড্যা থানায় জিডি করতে কোন পয়সা লাগেনা। যদি কোন পুলিশ পয়সা চেয়ে থাকে তাহলে আমাকে জানাবেন। এরই ধারাবাহিকতায় ওসি শরীফ আহম্মেদ প্রতি শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে ৫ মিনিট বক্তব্যে মুসল্লিদেরকে বলেন আপনার এলাকায় মাদক ব্যবসায়, মাদক সেবনকারীদেরকে আইনের আওতায় আনেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, বিশেষ অতিথি ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ রহমান বাবলু সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল বাশার আবু বেপারী, কনেশ^র ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু, সরকারী আব্দুর রাজ্জাক কলেজের অধ্যাপক পরিমল কৃষ্ণ পাল উপজেলার বিভিন্ন শ্রেণির জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি