January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 9th, 2022, 8:19 pm

ডামুড্যায় রবি মৌসুমে কৃষকদের মধ্যে আলোচনা সভা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

ডামুড্যা উপজেলার চর ধানকাটি ইউনিয়নে গত ৮ইং মার্চ বিকাল ৫ ঘটিকায় রবি মৌসুমে কৃষক কৃষাণিদের মধ্যে ফসল উৎপাদনে সুষম ও পরিমিত মাত্রায় সার প্রয়োগের সুপারিশমালা গাইড ২০১৮ এর ব্যবহার এবং ব্লক ভিত্তিক ফসল আবাদের সুফল ও করণীয় বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিভিন্ন ব্লক পরিদর্শন শেষে চর ধানকাটি কৃষকের বাড়ীতে উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি নিউম্যান প্রকল্পের সহকারী পরিচালক ডক্টর মোঃ ইনামুল হক, বিশেষ অতিথি ধানকাটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নেছার উদ্দিন, উপস্থাপনা করেন সায়েদুর রহমান। এসময় ধানকাটি ইউনিয়নের বিভিন্ন ব্লকের ম্যানেজার ও কৃষক ও কৃষাণিগণ উপস্থিত ছিলেন।