অনলাইন ডেস্ক :
রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পিএসজি। প্রায় জেতা ম্যাচ অবিশ্বাস্যভাবে হেরে গেছে ফরাসি জয়ান্টরা। ম্যাচশেষে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়, ড্রেসিংরুমে নেইমার ও পিএসজির ইটালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার মধ্যে ঝগড়া হয়েছে! মূলত ৬১ মিনিটে যে গোলটি হয়, সেটিতে অনেকটা দায় রয়েছে দোন্নারুম্মার। তার ভুলের সুযোগ নিয়েই গোল আদায় করে নেন রিয়াল অধিনায়ক করিম বেনজেমা। এর পরই পিএসজির বিপক্ষে একের পর এক আক্রমণ করে মাত্র ১৮ মিনিটের মধ্যে তিন গোল করেন বেনজেমা। সংবাদমাধ্যমগুলোর দাবি, এই পরাজয় মেনে নিতে পারেননি নেইমার। তাই ম্যাচশেষে এ নিয়ে দোন্নারুম্মার সঙ্গে তার ঝগড়া হয়। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট শেয়ার করেছেন নেইমার। সেটিতে দোন্নারুম্মার সঙ্গে তার যে কোনো ঝগড়া হয়নি, তা স্পষ্ট করেছেন পিএসজি তারকা। একই সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে মিথ্য বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন
বিদ্রোহের মাঝেই ১২ নারী ফুটবলার নিয়ে অনুশীলনে কোচ
খুলনা হারলেই কেটে যাবে সমীকরণের সব জটিলতা
রংপুরের বিপক্ষে টস জিতে বোলিংয়ে চিটাগং