জেলা প্রতিনিধি:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন এবং নাটোর ও নওগাঁর একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৭ জন করোনা পজিটিভ এবং ৭ জন উপসর্গ নিয়ে মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৮ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৫২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৪২ জন। এদের মধ্যে রাজশাহীর ৩০৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৯ জন, নাটোরের ৩২ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ১৫ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গা ও দিনাজপুরের ২ জন রয়েছেন।
আরও পড়ুন
রংপুরে বিনার আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় চলন্ত ট্রেন আটকে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ
কমলগঞ্জে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি