অনলাইন ডেস্ক :
টলিউডের ‘রঞ্জনা আমি আর আসবো না’ কিংবা ঢালিউডের ‘ডুব’-খ্যাত অভিনেত্রী পার্নো মিত্র। এবার তার সুবাদে টলিউডের খাতায় নাম লেখালেন বাংলাদেশের অন্যতম সুকণ্ঠী সিঁথি সাহা। তবে অভিনয়ে নয়, গানে। পার্নো এবারই প্রথম পর্দায় ঠোঁট মেলাবেন সিঁথির কণ্ঠে। সেই সঙ্গে টলিউডেও প্রথম প্লেব্যাক হলো সিঁথির। জানান, ১১ মার্চ গানটির রেকর্ড হয়েছে কলকাতার স্টুডিওতে। গানটির নাম ‘ও রঙ্গিলা’। সিঁথি জানান, সিনেমার নাম ‘বনবিবি’। নির্মাণ করছেন রাজদীপ ঘোষ। নারীশক্তি নিয়ে তৈরি এ ছবির প্রধান চরিত্রে আছেন পার্নো মিত্র। সিঁথির গানটি সুর করেছেন সৌম্যদীপ শিকদার। সুরকার সূত্রে জানা গেছে, এই ছবিতে সিঁথি ছাড়াও গান করছেন সোমলতা, সাহানা বাজপেয়ীর মতো শিল্পীরাও। এ প্রসঙ্গে সিঁথি সাহাবলেন, ‘কলকাতায় আগেও গান করেছি। তবে সেটি ছিল শর্টফিল্মে। এবারই প্রথম টলিউডের পূর্ণদৈর্ঘ্য সিনেমার জন্য গাইলাম। গানটি সুন্দর হয়েছে। আর সিনেমার গল্পটাও অসাধারণ।’ জানা যায়, পশ্চিমবঙ্গ অংশের সুন্দরবন এবং সংলগ্ন অঞ্চলে চলছে ‘বনবিবি’-র শুটিং চলছে। এদিকে, শুধু টলিউড নয়, সিঁথি সাহার গান হচ্ছে বলিউডেও! এ গায়িকা সম্প্রতি মুম্বাই সফর করে ফিরেছেন। সেখানে উপমহাদেশের প্রখ্যাত ভজন ও গজলশিল্পী অনুপ জালোটার সঙ্গে ‘উনকে খ্যায়ালো মে’ শিরোনামে একটি গজলে কণ্ঠ দিয়েছেন সিঁথি। গত সপ্তাহে মুম্বাইয়ের ‘রি এন রাগা’ স্টুডিওতে গজলটির রেকর্ডিং হয়। অনুপ জালোটার সঙ্গে এটি প্রথম গান সিঁথির। বলিউডেও প্রথম। তারও আগে গত বছরের শেষ দিকে সিঁথির গান প্রকাশ হয় পাকিস্তানের শাফকাত আমানত আলির সঙ্গে। দু’জনে প্রথম গেয়েছেন ‘রাতজাগা পাখি’ নামের একটি গান।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত