প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের নারী ক্রিকেট দল।
সোমবার হ্যামিল্টনের সেডন পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ। ওয়ানডেতে এটি ছিল বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর। বাংলাদেশের পক্ষে ফারজানা হক ৭১, অধিনায়ক নিগার সুলতানা ৪৬ এবং শারমিন আক্তার ৪৪ রান করেন।
পাকিস্তানের হয়ে নাশরা সান্ধু ১০ ওভারে ৪১ রান দিয়ে তিনটি উইকেট নেন।
জবাবে সিদরা আমিনের সেঞ্চুরি সত্ত্বেও পাকিস্তান নারী দল ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রানের বেশি করতে পারিনি।
বাংলাদেশের ফাহিমা খাতুন তিনটি এবং রুমানা আহমেদ দুটি উইকেট নেন।
নিজেদের আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশ তাদের প্রথম জয় পেল।
—ইউএনবি
আরও পড়ুন
ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের সঙ্গে রেসলিং ফেডারেশনের চুক্তি স্বাক্ষর
ওটিটি ও প্রেক্ষাগৃহে আসছে জয়ার দুই সিনেমা
বিকেএসপি’র প্রশিক্ষণার্থীদের অনুপ্রেরণা দিলেন মুশফিক