নড়াইলে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। এসময় প্রত্যেকক্যে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন যশোরের বাঘারপাড়ার কিসমত মাহমুদপুরের মো. ফয়সাল হোসেন, সাব্বির হোসেন মোল্যা (পলাতক) এবং সুমন হোসেন মোল্যা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৮ জুন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমের নেতৃত্বে নড়াইল পৌরসভার যশোর-নড়াইল সড়কের মুলিয়া মোড়ের পিয়ারী বটতলায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে। এসময় যশোর থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করে মোটরসাইকেলে প্লাস্টিকের ব্যাগে রাখা ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ নড়াইল সদর থানায় মামলা দায়ের করে। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় দীর্ঘ শুনানির পর আজ জেলা ও দায়রা জজ এই রায় দেন।
—ইউএনবি

আরও পড়ুন
কুমিল্লা সীমান্ত থেকে এক কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ইয়াবাসহ কালীগঞ্জে গেফতার-২
চিরকুট দিয়ে কালীগঞ্জে হত্যা-গুম-লুটপাট-চাঁদা দাবী ও সন্তানদের হত্যার হুমকি