জেলা প্রতিনিধি :
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল সোমবার থেকে সারা দেশে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে। কিন্তু এর মধ্যেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম চালু রয়েছে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, করোনা সংক্রমণ রোধে গতকাল সোমবার থেকে সারা দেশে লকডাউন শুরু হলেও বন্দরের কার্যক্রম বন্ধের কোনও নির্দেশনা আমরা পাইনি। যার কারণে সকাল থেকে প্রতিদিনের মতো হিলি স্থলবন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু রয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনেই বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো আসার সঙ্গে সঙ্গে জীবাণুমুক্ত করা হচ্ছে। দূর থেকে ঝুড়ির মাধ্যমে বিশেষ ব্যবস্থায় ট্রাক থেকে কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, বন্দরে মাস্ক ও গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ভারতীয় ট্রাকচালকদের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে তাদের রাখা হচ্ছে। তাদের বাথরুম, পানি খাওয়ার স্থান আলাদা করে দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তাকর্মী দিয়ে তাদের নজরদারিতে রাখছি। পাশাপাশি শ্রমিকসহ অন্যান্যের হাত ধুয়ে বন্দরের ভেতরে প্রবেশ করতে হয়। সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এভাবে চালু রয়েছে পণ্য আমদানি-রফতানি।
আরও পড়ুন
শুক্রবার ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
গাজায় এক মাসে ৫ লাখ মানুষকে বাস্তুচ্যুত
জালটাবের সভাপতি আনছারুল, সাধারণ সম্পাদক ওকাবায়াশি পুনঃনির্বাচিত