বাগেরহাটের মোংলা থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে মোংলা ইপিজেড এলাকা থেকে হরিণটি উদ্ধার করে বন বিভাগ। পরে তারা হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করে।
উদ্ধারকৃত হরিণটির বয়স আনুমানিক ৫ বছর, ওজন ২৫ কেজি বলে জানায় বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ইপিজেড এলাকা থেকে ওই হরিণটি উদ্ধার করে। হরিণটির পা, পেট ও গলার কাছে সামান্য ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
তিনি জানান, হরিণটি প্রায় আট মাস আগে সুন্দরবন ছেড়ে ঢাংমারী খাল পাড়ি দিয়ে খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা এলাকায় ঢুকে পড়ে। ওই এলাকায় কয়েকমাস ধরে হরিণটি বিচরণ করেছিল। এরপর পশুর নদী পাড়ি দিয়ে মোংলা এলাকায় আসার পর হরিণটিকে উদ্ধার করা হয়।
—ইউএনবি

আরও পড়ুন
কুমিল্লা সীমান্ত থেকে এক কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ইয়াবাসহ কালীগঞ্জে গেফতার-২
চিরকুট দিয়ে কালীগঞ্জে হত্যা-গুম-লুটপাট-চাঁদা দাবী ও সন্তানদের হত্যার হুমকি