অনলাইন ডেস্ক :
নতুন বিজ্ঞাপন নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করে নতুন বিজ্ঞাপনের খবরটি নিজেই জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে বুবলী লিখেন, ‘ New TVC is coming soon…..’ বুবলীর এই পোস্টের নিচে প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। পোস্ট করা ছবিতে দেখা যায়, মেহেদি পরে বিভিন্ন স্টাইলে বুবলী ছবি দিয়েছেন। বেশ দারুণ দেখাচ্ছে ঢাকাই ছবির জনপ্রিয় এই নায়িকাকে। পোস্ট করা ছবিতে মুহূর্তেই হাজারো ভক্ত লাইক ও লাভ রিয়েক্ট দিয়ে ভালোবাসা প্রকাশ করেন। সেই সঙ্গে নতুন কাজের জন্য প্রিয় নায়িকাকে শুভকামনাও জানান ভক্তরা। এদিকে চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বুবলী জুটি হয়ে ‘লোকাল’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের অভিনীত প্রথম চলচ্চিত্র ‘তালাশ’ মুক্তির অপেক্ষায়। সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত