জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
“জয় বাংলা’ জাতীয় স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাজী মোঃ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৭ মার্চ সকাল ১০ টায় অত্র কলেজের অধ্যক্ষ শফিকুর রহমানের সভাপতিত্বে ও অত্র কলেজের অধ্যাপক আহমেদুর রহমান বিনকাশ এর সঞ্চালনায়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অত্র কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ও উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী হারিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ, ইজাজুর রহমান রাকিব, প্রেসক্লাব বিজয়নগর সাধারণ সম্পাদক জিয়াদুল হক, আলোচনা সভা শেষে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়, কবিতা আবৃত্তি পুরস্কার বিতরণ শেষে সভার উপস্থিতিতে কেক কাটা হয়।

আরও পড়ুন
ময়মনসিংহ-১ আসনে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন পেলেন প্রিন্স
কুমিল্লায় র্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ আটক-১
তারেক রহমানের প্রত্যাবর্তন রংপুর সদর-৩ আসনের বিএনপির প্রার্থী সামুর নেতৃত্বে ঢাকায় যাচ্ছে রংপুরের ২০ হাজার নেতাকর্মী