রাঙামাটিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জেলা সদর হাসপাতালের প্রবেশ মুখে এই ঘটনা ঘটে।
নিহত জয় ত্রিপুরা (২৫) শহরের দেবাশীষ নগরের বাসিন্দা খোকন মনি ত্রিপুরার ছেলে ও জেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, রাত আড়াইটার দিকে রাঙামাটি সদর হাসপাতালের প্রবেশ মুখে জয় ত্রিপুরা দাঁড়িয়ে ছিল। এসময় কয়েকজন দুর্বৃত্তরা হঠাৎ এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মাটিতে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ওসি জানান, কে বা কারা তাকে হত্যা করেছে এখনও জানা যায়নি। হত্যাকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
—-ইউএনবি
আরও পড়ুন
বিমানবন্দরেই দেখা হচ্ছে মা-ছেলের
পাঠ্য বইয়ে অভ্যূত্থানের ইতিহাস বিকৃতি চেষ্টার প্রতিবাদে রংপুরে মানববন্ধন
কোম্পানীগঞ্জে নির্বাহী অফিসার’র নম্বর ক্লোন শিক্ষকের কাছে টাকা দাবি