অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৬ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ৫৭ লাখ ৬৫৩ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬০ লাখ ৬৪ হাজার ৯২৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৮৮২ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৭০ হাজার ৫ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ৪ হাজার ৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৬ হাজার ৩১২ জনে।
এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৬৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫৬ হাজার ৪৮৭ জন।
আরও পড়ুন
পাকিস্তানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি আফগানিস্তানের
উপদেষ্টাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল
চীনের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প