অনলাইন ডেস্ক :
গত একদিনে ৯ হাজারের বেশি মানুষ ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোল ত্যাগ করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ নিয়ে সব মিলিয়ে এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ মানবিক করিডোর দিয়ে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলেও জানান তিনি।
জেলেনস্কি বলেছেন, একটি ‘মানবিক বিপর্যয়’ সৃষ্টি করতে রুশ সেনারা দেশটির সবচেয়ে বড় বড় শহর অবরোধ করছে। রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ ইচ্ছাকৃত একটি কৌশল।’
এছাড়া তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব আবারও দেন। জেলেনস্কি বলেন ‘এটি সাক্ষাতের সময়, আলোচনার সময়।’

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
ইরানজুড়ে সহিংস বিক্ষোভ, হাসপাতালে আহতের ঢল