January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 20th, 2022, 7:41 pm

স্বামী-সংসার নিয়ে লাইভে এসে যা বললেন ন্যানসি

অনলাইন ডেস্ক :

জীবন ও সংসার নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার একটি পোস্ট দেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। ওই পোস্টে তিনি ‘তৃতীয় সংসারে ভালো নেই’ এমন ইঙ্গিত দিয়ে দীর্ঘ ও বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন। তার ওই পোস্ট নিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। ওই স্ট্যাটাস নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এর ফাঁকে স্ট্যাটাসটি মুছে দিয়ে স্বামী মেহেদীকে নিয়ে হানিমুনে কক্সবাজারে গেলেন ন্যানসি। আর সেখান থেকেই স্বামীসহ আসেন ফেসবুক লাইভে। ভক্তদের জানান, কেন স্ট্যাটাসটি মুছে দিলেন তিনি। শনিবার রাতের ওই লাইভে এসে কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো, আসলে কেউ সুখী নয়’ গানটির কথা উল্লেখ করেন ন্যানসি। জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, ‘আসলে কেউ সুখী না। নারী জীবনের চড়াই-উতরাইয়ের বিষয়টি আমার লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি আমার স্বামীর সঙ্গে সুখী না, বিষয়টি তা ঠিক নয়।’ বিয়ের সাত মাস পর কেন হানিমুনে গেলেন, তার কারণও জানান তিনি। ন্যানসি জানান, বিয়ের পর নানা জটিলতার কারণে হানিমুনে যেতে পারেননি। তাই এখন সুযোগ পেয়েই ছুটে গেছেন সমুদ্রের কিনারে। লাইভের আগের পোস্টে কক্সবাজারে চেকইন ও কাপল ছবি দিয়ে ক্যাপশনে লেখেন ‘হানি-কে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে চলে এলাম!’ যদিও আগের দিন স্ট্যাটাসে ন্যানসি লিখেছিলেন, ‘বিয়েটা না করলেই বরং প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম।’