অনলাইন ডেস্ক :
বিশ্বের নানা প্রান্তে প্রতিদিন অনেক রকম অদ্ভুত সব ঘটনা ঘটে। আর সেই ঘটনার মধ্যে কিছু ঘটনা আমাদের মনোজগতে আলোড়ন তোলে। এমনই এক অদ্ভুত ধরনের ঘটনা ঘটেছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সামোয়ারে। সেখানকার বাসিন্দারা বউয়ের জন্মদিন ভুলে গেলে শাস্তি পেতে হয়।
আপনি যদি বউয়ের জন্মদিন সারাজীবনের জন্য মনে রাখতে চান, তাহলে একবার তা ভুলে যান। বাকি জীবন না ভোলার ব্যবস্থা বউই আপনাকে করে দেবে। সেখানকার ভুলোমনের বিবাহিত পুরুষরাই জানেন বউয়ের জন্মদিন ভুলে যাওয়ার জ্বালা কত।
জানা যায়, যারা প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সামোয়ার বাসিন্দা, তাদের এই শাস্তিই পেতে হবে। কারণ বউয়ের জন্মদিন ভুলে যাওয়া দেশটিতে দণ্ডনীয় অপরাধ! আর সেই অপরাধে আদালতে গিয়ে জরিমানা দিতে হবে। জরিমানার অর্থ যাবে বউয়ের হাতে! নিশ্চয় ভাবছেন ভাগ্যিস ওই দেশে জন্ম হয়নি!
আরও পড়ুন
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার
শীতে ভিটামিন সি’র ঘাটতি মেটাতে যেসব ফল খাবেন
জীবনে সুখ চাইলে এদের এড়িয়ে চলুন