রাজশাহীর দুর্গাপুরে আগুন লেগে প্রায় শতাধিক পানের বরজ পুড়ে গেছে। শনিবার দুপুর উপজেলার শিবপুর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে।
এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী পানচাষিরা।
দুর্গাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মাহাবুর রহমান জানান, শিবপুর গ্রামের এক ব্যক্তির বাড়ির রান্নাঘরে শনিবার বেলা সাড়ে ১২টার সময় আগুন লাগে। সেখান থেকে পাশের পান বরজগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেলা দেড়টার দিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ৪০ বিঘা জমিতে প্রায় শতাধিক পান বরজ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতির পরিমাণের একটি তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।
ভুক্তভোগী পানচাষি মান্নান, ইসলাম ও আশরাফুল জানান, চৈত্র মাসে পানের দাম বাড়ে। তাই কৃষকেরা বরজে বরজে বিপুল পরিমাণ পান গচ্ছিত রাখে। কিন্তু পান বিক্রির আগেই শতাধিক পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে কৃষকের প্রায় তাদের প্রায় টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
—ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন