অনলাইন ডেস্ক :
‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’র ব্যাপক সাফল্যের কথা অজানা নয় কারো। এবার আরও বড় ধামাকা নিয়ে আসতে চলেছে এর সিক্যুয়েল। ২০২২ সালের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে দক্ষিণের রকস্টারখ্যাত নায়ক যশের ‘কেজিএফ চ্যাপ্টার টু’ একটি। ইতিমধ্যেই সিনেমাটি মুক্তির কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ২৭ মার্চ বেঙ্গালুরুতে একটি দুর্দান্ত ট্রেলার লঞ্চ করতে চলেছে সিনেমার টিম। ছবি মুক্তির আগে তিন সপ্তাহের প্রচারণা শুরু করতে সম্প্রতি সিনেমার প্রথম গান ‘তুফান’ প্রকাশ হয়েছে। ছবির প্রযোজক বলেন, ‘আমরা অন্য বড় সিনেমার মধ্যে হারিয়ে যেতে চাইনি। আমরা আকর্ষণের কেন্দ্রে থাকতে চাই। কর্ণাটকে পুনিত রাজকুমারের একটি সিনেমা মুক্তি পেয়েছিল। আমরা তার সিনেমা মুক্তি পাওয়ার পর আমাদের প্রচারণা শুরু করতে চেয়েছিলাম। কেননা আমরা সংঘর্ষ করতে পারতাম না।’ প্রযোজক বিজয় প্রতিশ্রতি দিয়ে আরও জানান, ‘‘কেজিএফ টু’ ভারতীয় সিনেমার জন্য একটি মানদ- হবে। টিজারটি ইতোমধ্যে রেকর্ড তৈরি করেছে। আমরা ট্রেলার এবং সিনেমার জন্য আরও বড় দর্শক প্রতিক্রিয়া আশা করছি।’ ভারতে প্রায় ৬ হাজার হলে একসঙ্গে মুক্তি পাবে সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন অভিনীত ‘কেজিএফ টু’, জানান তিনি। সিনেমার প্রত্যাশা বাড়িয়ে বিজয় বলেন, ‘আমরা সবসময় চিত্রনাট্য ও ভালো নির্মাণে বিশ্বাসী। কেজিএফের গুণমান ছিল ব্যতিক্রমী এবং এর সাফল্য আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। আমরা কেজিএফ থেকে অন্তত ১০ গুণ বড় সিক্যুয়াল তৈরি করেছি। তাই প্রত্যাশাও অনেক গুণ বেশি।’ ‘কেজিএফ টু’ ১৪ এপ্রিল মুক্তির কথা রয়েছে।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!