অনলাইন ডেস্ক :
এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। টাইগার পেস তারকা খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। অন্যদিকে আইপিএলের নিয়মিত মুখ সাকিব আল হাসানকে নিতে এবার কোনো দলই আগ্রহ দেখায়নি। সম্প্রতি বাংলাদেশ দল যখন দক্ষিণ আফ্রিকা সফরে, তখন তাসকিন আহমেদকে পুরো মৌসুমের জন্য চেয়েছিল আইপিএলের একটি দল। কিন্তু বিসিবি তাকে অনুমতি দেয়নি। তাই ওয়ানডে সিরিজ জয় শেষে বৃহস্পতিবার (২৪ মার্চ) একাই ভারতের বিমানে উঠেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে না যাওয়া তাসকিন হয়েছেন বাংলাদেশের সিরিজ জয়ের নায়ক। শেষ ম্যাচের সেরা এবং সিরিজ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। আইপিএলে সুযোগ পেয়েও খেলতে না পারায় তাসকিনের প্রতি সমবেদনা জানিয়েছেন মুস্তাফিজ। বৃহস্পতিবার (২৫ মার্চ) দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের বিমানে ওঠার আগে সাংবাদিকদের তিনি তাসকিনকে নিয়ে বলেন, ‘আমাদের খেলা আছে। ও আমাদের প্রধান বোলার। এখন সান্ত¡না দেওয়া ছাড়া আমার কোনো…. কী বলব?’ এখন পর্যন্ত সাকিব-মুস্তাফিজ আইপিএলে এক দলে খেলতে পারেননি। ভিন্ন দলে খেলেছেন, তাই সমর্থকরাও দুই ভাগে ভাগ হয়ে যেতেন। এবার সেটি যে হচ্ছে না, তা ভালো করেই জানেন মুস্তাফিজ, ‘আমি আর সাকিব ভাই খেললে দুইটা টিম ভাগ হয় আমাদের বাংলাদেশের সাপোর্টাররা। এবার সবাই আমার খেলাই দেখবে। কারণ সাকিব ভাই সব ফরম্যাটেই আছে, এ কারণেই নির্বাচিত হয়নি (আইপিএল নিলামে)। এই আর কি। ‘ ১৩ মাসের বেশি সময় হয়ে গেছে মুস্তাফিজ টেস্ট ক্রিকেটে খেলছেন না। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় নিয়ে তিনি বেশ আশাবাদী, ‘নিউজিল্যান্ডে আমরা ভালো টেস্ট খেলেছি। এখানেও যে পারব না সেটা কিন্তু নয়। আমাদের পেস বোলার বলেন কিংবা ব্যাটার- সবাই খুব ভালো ফর্মে আছে। ওয়ানডে হোক আর টেস্টে, ইনশাআল্লাহ এইবার সিরিজ জিতব। আমরা যে ওয়ানডে সিরিজ জিতেছি, এই জোয়ার আমাদের আরো এগিয়ে নিয়ে যাবে। ‘
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত