অনলাইন ডেস্ক :
এশিয়া অঞ্চল থেকে কাতার বিশ্বকাপ নিশ্চিত করল সৌদি আরব ও জাপান। বৃহস্পতিবার (২৪ মার্চ) বি গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে তাঁরা। এ নিয়ে টানা সপ্তম-বারের মত বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করল জাপান। বি গ্রুপে নয় ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে জাপান। আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে সৌদি আরব। এশিয়া থেকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে এ গ্রুপের দুই দল ইরান ও দক্ষিণ কোরিয়া। এশিয়া অঞ্চল থেকে প্লে-অফে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের তৃতীয় ও ‘বি’ গ্রুপের তৃতীয় দল। জাপানের কাছে হেরে ‘বি’ গ্রুপের তৃতীয় দল হওয়া নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এশিয়া অঞ্চলের প্লে-অফ জয়ী দল মুখোমুখি হবে লাতিন অঞ্চলের বাছাইয়ের পঞ্চম হওয়া দলের বিপক্ষে।
আরও পড়ুন
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি
সাকিব-হেলসসহ যে তারকারা পিএসএলে অবিক্রিত