January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 25th, 2022, 8:29 pm

নরসিংদীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ চারজন নিহত এবং দুজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টায় মদনগঞ্জ-নরসিংদী-রায়পুরা সড়কের আমীরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে কলেজ ছাত্র কাইয়ুম মিয়া (১৮), ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫), দক্ষিন মির্জানগর এলাকার জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (২৫) ও বাহেরচর এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)।
স্থানীয়দের বরাতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সকালে রায়পুরার চরসুবুদ্ধি বাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদী আসার পথে আমিরগঞ্জ এলাকায় সজল ভূইয়া ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে চারজন মারা যায় এবং দুজন আহত হয়।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ আছে এবং পিকআপটি জব্দ করা হয়েছে।

—ইউএনবি