রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় রবিবার ভোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ৩৪ বছর বয়সী এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন।
নিহত আহমেদ মাহী বুলবুলের মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার রয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৬টার দিকে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় আহমেদের লাশ উদ্ধার করে পুলিশ। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার লাশ পাঠানো হয়।
ছিনতাইকারীরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।
তবে তার কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান ওসি।
—ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন