January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 27th, 2022, 8:13 pm

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডামুড্যায় আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডামুড্যা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিশ্বের বুকের লাল সবুজের উড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছে। ২৫ মার্চের কালোরাতে ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধে ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে।

আমাদের মুক্তির ইতিহাস-স্বাধীনতার ইতিহাস। সকাল ৬ টায় ইসলামিয়া এতিমখানা মালগাও কুরআন খতম ও দোয়ার আয়োজন করেন, ইসলামিয়া এতিমখানার পরিচালক হাফেজ আলী আকবর। উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি মধ্য রয়েছে সকাল ৭ টায় জাতীয় দলীয় পতাকা ও দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে ডামুড্যা বাজারে বিভিন্ন সড়ক ও পদখীন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয় এবং শহিদ মিনারে ফুলের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ন কবির বাচ্ছু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ।