সিলেটের সুরমা নদীতে ১০০ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে। রবিবার সকালে লামাকাজি এলাকার সুরমা নদীতে এই বিশাল মাছটি জেলেদের জালে ধরা পড়ে।
জেলেদের কাছ থেকে কাজিরবাজার মৎস্য আড়তের এক ব্যবসায়ী সেটি কিনে নেন এবং পরবর্তীতে তার কাছ থেকে মাছটি কেনেন সিলেট নগরীর কাজিরবাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া।
বেলাল মিয়াও মাছটি বিক্রির জন্য নগরীর লালবাজারে নিয়ে আসেন। তিনি জানান, এক লাখ টাকা দিয়ে তিনি মাছটি কিনেছেন। এখন দেড় লাখ টাকা দাম চাইছেন। অবশ্য এক লাখ ২০ থেকে এক লাখ ৩০ হাজার টাকা পেলে তিনি মাছটি বিক্রি করে দেবেন বলে জানান।
—ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন