অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৮ কোটি ছয় লাখ ছাড়াল।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ কোটি ছয় লাখ ৪৫ হাজার ৫৭৭ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ ২২ হাজার ৯৭৫ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৯৯ লাখ ৪৯ হাজার ৭৩৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৭৬ হাজার ৭০২ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৭৫ লাখ চার হাজার ৫৩৭ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ৬০ হাজার ২১ জন পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ১৯ হাজার ৪৫৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার চার জনে।
এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৭৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫৯ হাজার ১৫৯ জন।
আরও পড়ুন
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন