অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪৮ কোটি ১৯ লাখ ছাড়াল।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬৯ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ ২৭ হাজার ৬৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৪৮৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৭৭ হাজার ৬৮৭ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৭৫ লাখ ২৫ হাজার ১৮৪ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ৬০ হাজার ৩৪৭ জনে পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ২০ হাজার ৭২৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৩৫ জনে।
এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৯৮ লাখ ৫৭ হাজার ৬৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫৯ হাজার ২২৭ জন।
আরও পড়ুন
শুক্রবারের বাজার-সদাই; কিছুতেই নাগালে আসছে না সবজির দাম
বায়ু দূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর
ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী