অনলাইন ডেস্ক :
বছরখানেক আগেই দুজনের বিবাদ প্রকাশিত হয়েছিল গণমাধ্যমে। ক্রুনাল পান্ডিয়ার ওপর দায় চাপিয়ে রাজ্য দল ছেড়েছিলেন দীপক হুদা। আইপিএল আসতেই সেই দৃশ্যপট বদলে গেছে। মঙ্গলবার লখনৌ সুপার জায়ান্টসের হয়ে দুজনকে দেখা গেল কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে। উইকেট শিকারের পর তারা একে অন্যকে জড়িয়ে ধরে উদযাপনও করেন। দুজনের বিবাদের সূচনা হয়েছিল ভারতের ঘরোয়া লিগে। বরোদার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলতেন ক্রুনাল ও দীপক। গত বছর সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে দীপককে নির্বাসিত করা হয়। তার বিরুদ্ধে বায়ো বাবল ভেঙে বেরিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। তখন দীপক পাল্টা অভিযোগ তুলে বলেন, অধিনায়ক ক্রুনাল তাকে অপদস্থ করায় তিনি বায়ো বাবল ভেঙেছেন। তাতে অবশ্য বিতর্ক থামেনি। চলতি মৌসুম শুরুর আগে বরোদা ছেড়ে রাজস্থানে যোগ দেন দীপক। কিন্তু তাদের দুজনের ভাগ্যে বোধহয় একই দলে খেলা ঠিক করাই ছিল। যে কারণে এবারের আইপিএলে নতুন দল লখনৌ সুপার জায়ান্টস নিলাম থেকে ক্রুনাল ও দীপক দুজনকেই কিনে নেয়। তারপরেই জল্পনা শুরু হয় এই দুই ক্রিকেটার কিভাবে একসঙ্গে খেলবেন? কিন্তু বাস্তবে কোনো সমস্যাই হয়নি। বিতর্ক ভুলে ঐক্যের ছবি দেখা গেল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এর আগে হরভজন সিং-এন্ড্রু সাইমন্ডস বিবাদ ভুলে একই দলের হয়ে আইপিএল খেলেছেন। এবার রবিচন্দ্রন অশ্বিন-জস বাটলারকে দেখা যাচ্ছে একই ভূমিকায়।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল