January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 29th, 2022, 8:17 pm

রুশ ধনকুবের আব্রামোভিচকে বিষ প্রয়োগের অভিযোগ

অনলাইন ডেস্ক :

ইউক্রেন-বেলারুশ সীমান্তে শান্তি আলোচনায় অংশ নিয়ে সম্ভাব্য বিষপ্রয়োগের শিকার হয়েছেন রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ। রোমান আব্রামোভিচের ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, মার্চের শুরুতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে শান্তি আলোচনায় অংশ নেয়ার পর থেকেই চোখ জ¦ালাপোড়া ও ত্বকে চুলকানিসহ বিষক্রিয়ার বিভিন্ন উপসর্গে ভুগছিলেন ইংলিশ ফুটবল ক্লাব চেলসির এই মালিক। মার্কিন সংবাদ মাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নালের’ বরাত দিয়ে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে। প্রতিবেদনে দাবি করা হয়, ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচও এই বৈঠকে ছিলেন এবং বৈঠকের সময় সম্ভাব্য বিষক্রিয়াতে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন। তার পাশাপাশি আলোচনায় অংশ নেয়া ইউক্রেনীয়রাও অসুস্থ বোধ করেন বলে জানা গেছে। মনে করা হচ্ছে, মস্কোর কট্টরপন্থীরাই আলোচনা ভেস্তে দিতে এই ‘হামলা’ চালিয়ে থাকতে পারে। উল্লেখ্য, সম্প্রতি ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো আব্রামোভিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। আব্রামোভিচ পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন ‘অলিগার্ক’ (প্রভাবশালী ব্যবসায়ী)। আব্রামোবিচকে চাপ দেওয়া হচ্ছিল যাতে এই যুদ্ধ বন্ধ করতে তিনি পুতিনের সঙ্গে কথা বলেন। এই আবহে তিনি চেলসি বিক্রি করারও ঘোষণা করেন। এদিকে বিগত বেশ কয়েকদিন ধরেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপন করতে মস্কো থেকে কিয়েভ যাতায়ত জারি রেখেছিলেন আব্রামোভিচ। জানা গেছে, সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি শান্তি আলোচনার পর আব্রামোভিচ এবং দু’জন শীর্ষ ইউক্রেনীয় কর্তা অসুস্থ হয়ে পড়েন। তাদের চোখ লাল হয়ে যায় এবং জ¦ালা করতে থাকে। তাদের হাত এবং মুখ থেকে চামড়া খসে পড়তে থাকে। পরে অবশ্য আব্রামোভিচ এবং অন্যান্য ইউক্রেনীয় কর্তারা সুস্থ বোধ করতে শুরু করেন।