রাজধানী ঢাকায় শুক্রবার থেকে শুরু হতে যাওয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় কেন্দ্রে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
ঢাকার পাঁচটি মেডিকেল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোভিড-১৯ সংক্রমণ রোধে মাস্ক পরে কেন্দ্রে আসার নির্দেশ দেয়া হয়েছে। তবে কেউ মাস্ক না পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে মাস্ক সরবরাহের ব্যবস্থা থাকবে।
সোমবার ডিএমপি সদরদপ্তরে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উল্লিখিতসহ বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যথাযথ স্বাস্থ্যবিধি নিয়ম মেনে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ব্যতীত প্রার্থীদের অন্য কোনো কাগজপত্র নিতে দেয়া হবে না। সকাল ৮টায় কেন্দ্রের গেট খুলে দেয়া হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সব পরীক্ষার্থীর দেহ তল্লাশি করা হবে। কেন্দ্র পরিদর্শক ছাড়া কেউ মোবাইল ফোন রাখতে পারবে না। এছাড়া প্রতিটি কেন্দ্রে থাকবে ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, শুক্রবার ঢাকা মহানগরীতে ১৮টি কেন্দ্রে মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের কথা রয়েছে।
কেন্দ্রগুলো হলো-ঢাকা মেডিকেল কলেজ (৯টি কেন্দ্র): ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন; লেকচার থিয়েটার ভবন; বিজনেস স্টাডিজ অনুষদ ভবন; সামাজিক বিজ্ঞান অনুষদ; মোকারম হোসেন, বিজ্ঞান ভবন; এ.এফ মুজিবুর রহমান, গণিত ভবন, বিজ্ঞান ভবন; কাজী মোতাহার হোসেন ভবন; উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশি বাজার, ঢাকা।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (৩টি কেন্দ্র): ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ এবং নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): তেজগাঁও কলেজ, ইন্দিরা রোড, ঢাকা এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকা। মুগদা মেডিকেল কলেজ (২টি কেন্দ্র): আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল ক্যাম্পাস, ঢাকা এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা ক্যাম্পাস, ঢাকা।
ঢাকা ডেন্টাল কলেজ (২টি কেন্দ্র): সরকারি তিতুমীর কলেজ, ঢাকা এবং সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা।
সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার, ৫টি মেডিকেল কলেজ ও ভর্তি পরীক্ষা কেন্দ্রের প্রতিনিধি, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
পাঠ্যবই ছাপাটা এবার যুদ্ধের মতো, কবে সব দিতে পারবো জানি না
স্কুলে যাচ্ছে ৬ কোটি পাঠ্যবই, অনলাইনে মিলবে সব
বিপিএল উপলক্ষে টেলিটকের বিশেষ ডাটা প্যাকেজ চালু