সারাদেশে রমজান মাসে সিএনজি স্টেশন প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা বন্ধ থাকবে।
বুধবার (৩০ মার্চ) রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানের শুরু থেকে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার পরিবর্তে ঈদুল ফিতর পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা বন্ধ থাকবে।
রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের কারণে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার পরিপ্রেক্ষিতে পবিত্র রমাজন মাসে সিএনজি স্টেশন বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানোর পেট্রোবাংলার সর্বশেষ এ সিদ্ধান্ত এসেছে।
বিজ্ঞপ্তিতে, সাময়িক এ অসুবিধার জন্য পেট্রোবাংলার পক্ষ থেকে ‘আন্তরিক দুঃখ’ প্রকাশ করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল
চালের বাজার সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস: অর্থ উপদেষ্টা
মেট্রোরেল সেবা ভ্যাটমুক্ত ঘোষণা,কমবে ভাড়া