অনলাইন ডেস্ক :
একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রেসিডেন্ট ও সিইও একাডেমির সদস্যদের একটি চিঠি দিয়েছেন। চিঠিতে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলাফল পেতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। মঙ্গলবার (২৯ মার্চ) এই চিঠি দেওয়া হয়েছে।পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ‘অস্কারের উদযাপনকে ছাপিয়ে গেছে উইল স্মিথের আচরণ। বোর্ড অভিনেতার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। তবে এতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে।’ সোমবার একাডেমির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘গত রাতের শোতে মি. স্মিথের আচরণের নিন্দা করছে একাডেমি। আচরণবিধি, আচরণের মান ও ক্যালিফোর্নিয়ার আইন অনুসারে আরো পদক্ষেপ গ্রহণ করা হবে এবং পরিণতি বিবেচনা করা হবে।’ একটি রোগের কারণে উইল স্মিথের স্ত্রী জাডার চুল পড়ে যায়। তাই তিনি এখন প্রায় ন্যাড়া মাথাতেই থাকেন। এ বিষয়টি নিয়েই কুরুচিকর কৌতুক করেন ক্রিস রক। আর তখনই ধীর পায়ে স্টেজে উঠে সঞ্চালককে কষে চড় মারেন উইল স্মিথ। তবে সেই সময়ে হাসিমুখে পরিস্থিতি সামলে নিয়েছেন রক। স্মিথের বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!