ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে বঙ্গোপসাগরকে সংযোগ, সমৃদ্ধি ও নিরাপত্তার সেতুতে রূপান্তরিত করতে সচেষ্ট হওয়ার জন্য সংগঠনটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মোদি তার দেয়া বক্তব্যে বিমসটেক অঞ্চলের মধ্যে বর্ধিত যোগাযোগ সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তার গুরুত্বের ওপর জোর দেন এবং এ বিষয়ে বেশ কিছু পরামর্শ দেন।
বুধবার প্রধানমন্ত্রী মোদি শ্রীলঙ্কায় আয়োজিত পঞ্চম বিমসটেক শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে দেয়া বক্তব্যে এসব কথা বলেন।
এবারের শীর্ষ সম্মেলনের থিম ‘টুয়ার্ডস এ রেজিলিয়েন্ট রিজিওন, প্রসপারাস ইকোনোমিস, হেলদি পিপল’-এর মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর বর্তমান প্রধান অগ্রাধিকারগুলো বাস্তবায়ন এবং কোভিড-১৯ এর অর্থনৈতিক ও অন্যান্য প্রতিবন্ধকতাগুলো মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য নেতার উপস্থিতিতে তিনটি বিমসটেক চুক্তি স্বাক্ষরিত হয়।
এগুলো হল অপরাধ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক আইনি সহায়তা সংক্রান্ত বিমসটেক কনভেনশন; কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিমসটেক সমঝোতা স্মারক এবং বিমসটেক প্রযুক্তি স্থানান্তর সুবিধা প্রতিষ্ঠার বিষয়ে অ্যাসোসিয়েশনের স্মারক।
—ইউএনবি
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০
পুরুষের ১৭, নারীর ২২ মিনিট আয়ু কেড়ে নেয় প্রতিটি সিগারেট
বিপিএল উপলক্ষে টেলিটকের বিশেষ ডাটা প্যাকেজ চালু