মুন্সিগঞ্জ সদরে জমি থেকে হিমাগারে আলুর বস্তা নেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ফকিরকান্দিতে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল ফকির উপজেলার ফকিরকান্দি গ্রামের হাফিজ উদ্দিন ফকিরের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, এলাকার প্রভাব বিস্তার ও ট্রলিতে করে আলুর বস্তা পরিবহন নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল ফকিরকান্দি গ্রামে মন্টু গ্রুপ ও হারুন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে ভোর সোয়া ৪টার দিকে আলুর জমিতে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হারুন গ্রুপের জুয়েল ফকির নিহত হন। এ ঘটনায় নান্নু হাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
সহিংসতার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।
—ইউএনবি

আরও পড়ুন
মগবাজারে ককটেল বিস্ফোরণ, যুবক নিহত
হাদি হত্যায় অভিযুক্ত আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত