December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 1st, 2022, 7:39 pm

কুষ্টিয়ায় পুকুর খননে মিলল প্রাচীন মূর্তি

কুষ্টিয়ার মিরপুরে পুকুর খনন করতে গিয়ে পাথরের একটি প্রাচীন মূর্তি পাওয়া গেছে।

শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকায় একটি পুকুর খননের সময় মূর্তিটি পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকার মজনু ভেকু মেশিন দিয়ে কয়েকদিন ধরে একটি পুকুর খনন করছিলেন। খননের এক পর্যায়ে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কালো পাথরের একটি প্রাচীন মূর্তি ভেকু মেশিনের সঙ্গে উঠে আসে। মুহূর্তেই মূর্তি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ মূর্তিটি এক নজর দেখার জন্য সেখানে ভিড় জমায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পাথরের তৈরি প্রাচীন ওই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরবর্তী করণীয় নির্ধারণের জন্য উদ্ধারকৃত মূর্তিটি আদালতে জমা দেয়া হবে।

—ইউএনবি