জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউপির ৯ নং সাতবর্গ এলাকার স্কুল রোডে এ দুর্ঘটনা ঘটে । সে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর ইউপির হালয়াপাড়া গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে বিল্লাল মিয়া (৩৫),
ইসলামপুর ফাঁড়ির এএসআই রবিউল ইসলাম জানান, তাহার নাইট ডিউটি চলাকালীন শুক্রবার ১ এপ্রিল রাত ২ টা ৩০ মিনিটে, সমীর নামের এক লোক তাকে ফোন করে এ বিষয়ে অবগত করেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাতবর্গ স্কুল রোডে, মৃত অবস্থায় অটোরিকশায় এক পা থাকা রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে আছে এবং একটি ধারালো ছুরি অটোরিক্সার পিছনে সিটের কাছে পড়ে আছে, ধারালো ছুরির আঘতে তার শরীর রক্তাক্ত।
এলাকাবাসী জানায়, বিল্লাল নিরীহ প্রকৃতির অটোচালক,নিজের অটোরিক্সা নিজেই চালাতেন।
এ বিষয়ে বুধন্তী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইয়্যেদুল ইসলাম,বর্তমান ৯ নং সাতবর্গ ওয়ার্ড মেম্বার আশিক মিয়া, ৮ নং ওয়ার্ড মেম্বার অলি আহাদ, আদাঐর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, হালয়া পাড়ার গ্রামের বর্তমান মেম্বার আহাদ মিয়া, সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মো: হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোচালকের শরীরে ধারালো ছুরির আঘাত রয়েছে,কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি, তাই কাউকে আটক করা হয়নি, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে, প্রকৃত আসামি খুঁজে বের করতে পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে তৎপর রয়েছে।
আরও পড়ুন
বেরোবিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রী দুর্ভোগে পড়েন তিন ঘণ্টা দেরিতে যাত্রা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ শূন্য আসনে ভর্তি ও সাক্ষাৎকার ১৫ জানুয়ারি