অনলাইন ডেস্ক :
জরুরি অবস্থার মধ্যেই বিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কায় ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল সকাল পর্যন্ত এই কারফিউ চলবে।
এর আগে দ্বীপ দেশটিতে চরম অর্থনৈতিক সংকট নিয়ে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে তার বাসভবনের কাছে বিক্ষোভ এবং দেশব্যাপী বিক্ষোভ পরিকল্পনার একদিন পর দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে শুক্রবার জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।
রাজাপাকসে বলেন, জননিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা এবং সম্প্রদায়ের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের স্বার্থে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
প্রতিবাদকারীদের পক্ষে রবিবার দেশব্যাপী জনবিক্ষোভের ডাক দেয়া হয়েছে।
আরও পড়ুন
৯/১১ হামলায় নিহত ১১০০ জনের পরিচয় এখনো অজানা
জাকসুর দুই হলে ভোট গ্রহণ বন্ধ
জাকসু নির্বাচন : রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক