Sunday, April 3rd, 2022, 5:43 pm

চড়কান্ডের পর উইল স্মিথকে নেটফ্লিক্সও আটকে দিল!

অনলাইন ডেস্ক :

অস্কার মঞ্চে চড় মারার খেসারত যে এভাবে দিতে হবে তা হয় তো কল্পনাও করেনি উইল স্মিথ। উপস্থাপক ও কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মারার ঘটনার জের ধরে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স থেকে পদত্যাগ করেছেন অভিনেতা উইল স্মিথ।
এখন শোনা যাচ্ছে, হলিউডের এই অভিনেতার ছবি কাজ আটকে দিয়েছে নেটফ্লিক্স। ‘ফাস্ট অ্যান্ড লুজ’ শিরোনামের একটি ছবিতে কাজ করা কথা ছিলো উইল স্মিথের। কিন্তু ছবিটির কাজ আপাতত আটকে রেখেছে নেটফ্লিক্স। অস্কার অনুষ্ঠানের কয়েক সপ্তাহ আগে, পরিচালক ডেভিড লিচও প্রজেক্ট থেকে সরে এসেছিলেন এখন নেটফ্লিক্স ছবিটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও বা এ বিষয়ে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয় হয়নি। ‘ফাস্ট অ্যান্ড লুজ’র গল্প একজন অপরাধীকে নিয়ে যে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং তার আসল পরিচয় সম্পর্কে সত্য খুঁজে বের করার চেষ্টা করে। উইল স্মিথ অভিনীত একটি অ্যাপল টিভি প্লাস নাটক মুক্তিও অপেক্ষায় রয়েছে। যা বর্তমানে পোস্ট-প্রোডাকশনে রয়েছে।