January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 3rd, 2022, 8:16 pm

গঙ্গাচড়ায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। রোববার (৩রা এপ্রিল) উপজেলার বড়বিল ইউনিয়নের ২ হাজার অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা প্রশাসনের আয়োজনে বড়বিল ইউপি মাঠে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বড়বিল ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দীপ প্রমুখ।